সিলেটে গৃহবধু হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০১৬, ১০:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের গোয়াইনঘাটে গৃহবধূ জাকিয়া হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত কামাল আহমদ (২৮) দণ্ডপ্রাপ্ত ওই উপজেলার উপর সাতাইন গ্রামের জালাল উদ্দিনের ছেলে। এছাড়াও তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সোমবার (১৪ নভেম্বর) বিকেলে সিলেট জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারি এ রায় দেন। আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রায়ে অপর আসামি একই গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী আসমা বেগমকে খালাস দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুল খালেক।