মৌলভীবাজারের তিন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০১৬, ২:৫০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের তিন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের (আইসিটি) তদন্ত সংস্থা। গত ১৬ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত তদন্ত করে ২৫০ পৃষ্ঠার এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী আব্দুল হান্নান এ তথ্য জানিয়েছেন।
অভিযুক্তরা হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আব্দুল আজিজ ওরফে হাবুল (৬৪), আব্দুল মতিন (৬৩) ও আব্দুল মান্নান ওরফে মনাই (৬৪)।
তিনজনের মধ্যে হাবুল ও মনাইকে চলতি বছরের ২ মার্চ গ্রেপ্তারের পর তারা বর্তমানে জেলে রয়েছেন। অপর অভিযুক্ত আব্দুল মতিন বর্তমানে পলাতক।
অভিযুক্তদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বড়লেখা এলাকার বিভিন্ন স্থানে অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ ও গণহত্যার অভিযোগ রয়েছে।