কুলাউড়ায় পানিতে পড়ে কিশোরের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০১৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে পড়ে তোফায়েল আলী (২০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামের মো. জহুর আলীর ছেলে।
রবিবার (১৩ নভেম্বর) বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে সে স্থানীয় হান্নান মিয়ার বাড়ির (সৈয়দ বাড়ী) পুকুর ঘাটে হাত পা ধুতে (ধারনা করা যাচ্ছে) গেলে সেখানে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে মৃগী রোগে আক্রান্ত ছিল বলেও জানা যায়।
কুলাউড়া থানার উপ-পরিদর্ষক মো. সানা উল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।