গোলাপগঞ্জে প্রতিবেশীর গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০১৬, ১১:১৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
গোলাপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে প্রতিবেশীর গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউপির শেখপুর গ্রামে।
অভিযোগের ভিত্তিতে জানা যায়- গতকাল শনিবার গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে শেখপুর গ্রামের সরফ উদ্দিনের পুত্র আবু সুফিয়ান উজ্জ্বল (২৮), মদছির আলীর পুত্র রুনু মিয়াসহ (৪৮) অজ্ঞাত কয়েক দুর্বৃত্তারা একই গ্রামের হুসন আলীর পুত্র দিনমজুর নজরুল ইসলামের বসতবাড়ি রাস্তার পাশে থাকা ৭০-৮০টি বিভিন্ন প্রজাতির কাঠ গাছ কেঠে ফেলে। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
বাদি অভিযোগে উল্লেখ করেন- গভীর রাতে গাছ কাটার শব্দ শুনে আমি হঠাৎ ঘুম থেকে জেগে ঘরের বাইরে এসে দেখি উল্লেখিত বিবাদীদের হাতে থাকা গাছ কাটার যন্ত্র দিয়ে গাছ কেটে ফেলছে। এসময় তারা আমার উপস্থিতি টের পেয়ে আমাকে প্রাণে মারার চেষ্টা চালায়।
শনিবার সকালে এ ব্যাপারে নজরুল ইসলাম বাদী হয়ে উল্লেখিত অভিযুক্তদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ব্যাপারে অমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।