মৌলভীবাজারে মনে প্রাণে গানে কবিতায় নিন্দা প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৬, ১১:০৭ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সম্মিলিত নাট্য পরিষদ এর আয়োজনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মনে প্রাণে গানে কবিতায় -নিন্দা প্রকাশ করে ।
দেশব্যাপী সাম্প্রদায়িক হামলা ও লুটপাটের প্রতিবাদে শনিবার সকাল ১১ টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল চৌমূহনা চত্ত্বরে গানে, কবিতাতে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে অংশ গ্রহন করেন শ্রীমঙ্গল উপজেলার সকল সাংস্কৃতিক সংগঠন। যে সকল সংগঠন সংহতি প্রকাশ করে, দেশ থিয়েটার, শ্রীমঙ্গল থিয়েটার , জনতা থিয়েটার, সন্ধানী শিল্পী গোষ্ঠী, শ্রীমঙ্গল উদিচী শিল্পী গোষ্ঠী. টিআইবি গণ নাট্য দল, উচ্ছাস থিয়েটার,দ্রম থিয়েটার, সারগাম সংগীত বিদ্যালয়,বিজয়ী থিয়েটার, প্রান্তীক থিয়েটার,বনফুল নাট্য গোষ্ঠী ,সাতগাঁও সাংস্কৃতিক সংসদ,সম্মিলিত নাট্য পরিষদ,এই বাংলা থিয়েটার এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ,শিক্ষক সমাজ,সুশীল সমাজ,সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ শ্রীমঙ্গলের সর্বস্তরের জনগন গানে গানে কবিতাতে প্রতিবাদ সভাতে অংশ নেন।
প্রতিবাদ সভাতে সম্মিলিত নাট্য পরিষদ সভাপতি আশরাফী আজম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রণবেশ চৌধুরী অন্তু ,নিতেশ সূএধর, বাবলু রায়, সুজিত রায়, কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামান সাংবাদিক রজত শুভ্র চক্রবর্তী,সাংবাদিক বিকুল চক্রবর্তী, সাংবাদিক সুমন বৈদ্য, রুপক দও, প্রসেণ জিত রায় বিষু, সাংবাদিক কাউছার আহমেদ রিয়ন, সাংবাদিক মো: জহিরুল ইসলাম তরুণ সাংবাদিক অরবিন্দ দেব প্রমুখ।