সিলেটে দুই নৌকার সংঘর্ষে বালু শ্রমিক নিহত
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৬, ৯:৪৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের গোয়াইনঘাটে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে এক বালু শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার চেঙ্গেরখাল নদীর জলুরমুখ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেবুল (২২) সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের জৈনকারকান্দি গ্রামের ময়না মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে বালু বোঝাই একটি নৌকা বিপরীত দিক থেকে আসা খালি আরেকটি নৌকাকে ধাক্কা দেয়। এ সময় সেবুল নদীতে পড়ে গেলে উভয় নৌকার মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপর নৌকার চালকসহ পুলিশ ৫ ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তিরা হচ্ছেন- মনির হোসেন, সিরাজ মিয়া, আবুল কালাম, হারিছ মিয়া ও জাকির মিয়া।
গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।