জামিন নামঞ্জুর রাগিব পুত্র আব্দুল হাই কারাগারে
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৬, ৯:১৭ অপরাহ্ণ
সুরমা নিউজঃ সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে পলাতক শিল্পপতি রাগীব আলীর ছেলে আব্দুল হাইকে গ্রেপ্তার করার পর তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।
শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরু তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আব্দুল হাইয়ের পক্ষে মামলার জামিন শুনানীতে অংশ নেন এডভোকেট মো. মইনুল ইসলাম। এ সময় তিনি মামলার গুরুত্ব ও আব্দুল হাইয়ের অসুস্থতার কারণ দেখিয়ে জামিন প্রার্থনা করলে শুনানী শেষে আদালত প্রার্থনা নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
এর আগে শনিবার (১২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আব্দুল হাইকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সিলেটের তারাপুর চা বাগান দখল মামলায় রাগীব আলী ও তাঁর ছেলে আব্দুল হাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এই পরোয়ানা জারির পর সপরিবারে ভারতে পালিয়ে যান এই শিল্পপতি।