নিখোঁজের ৪ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রের
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০১৬, ১১:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের দিরাইয়ে ৫ম শ্রেণির ছাত্র ইমাম উদ্দিন নিখোঁজের ৪ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি। সে উপজেলার নোয়ারচর গ্রামের আব্দুল হেকিমের ছেলে ও নোয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
গত মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুর বেলা নিজ বাড়ি থেকে ফুফুর বাড়ি দিরাই পৌর সদরের বাগবাড়ী আসার সময় নিখোঁজ হয়। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে নিখোঁজ ইমাম উদ্দিনের পিতা আব্দুল হেকিম থানায় একটি সাধারণ ডায়রি (নং-৩৭৯, তারিখ: ০৯.১১.১৬) করেছেন।
নিখোঁজ ইমাম উদ্দিনের বয়স ১১ বছর, উচ্চতা আনুমানিক ৪ ফুট, গায়ের রং ফর্সা। নিখোঁজের সময় তার পরনে ছিল নীল রংয়ের ফুলপ্যান্ট ও খয়েরি রংয়ের শার্ট।
দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান- স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়রি হওয়ার পর সকল জায়গায় বার্তা পাঠিয়ে দেয়া হয়েছে। পুলিশ নিখোঁজ ছেলেটিকে উদ্ধারের চেষ্টা করছে।