নগরীতে চিতা জ্বালিয়ে নাসিরনগরে হামলার প্রতিবাদ, প্রাণিসম্পদ মন্ত্রীর বহিস্কার দাবি
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০১৬, ১০:৫০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
প্রতিকী চিতা জ্বালিয়ে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে ‘জাগো হিন্দু বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ হিন্দু ইয়ুথ সোসাইটি’ নামের দুটো সংগঠন।
শুক্রবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে চিতা জ্বালিয়ে অবস্থান কর্মসূচী পালন করে তারা।
এছাড়া সকালে একই স্থানে নাসিরনগরের সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় হিন্দু মহাজোট। এই কর্মসূচী থেকে প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হকের বহিস্কার দাবি করে হিন্দু মহাজোট।
শুক্রবাল বেলা ২টা থেকে ৩ টা পর্যন্ত প্রতিকী চিতা জ্বালিয়ে অবস্থান কর্মসূচী পালন করা হয়। এসময় বিপ্র দাস বিশু বিক্রমের সভাপতিত্ত্বে স্বপন দাসের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্বপন চন্দ, সাধারণ সম্পাদক রিংকু দেবনাথ, বাংলাদেশ হিন্দু ইয়ুথ সোসাইটি আহবায়ক আকাশ রায়, সিলেট কল্যাণ সংস্থা সভাপতি মো: এহছানুল হক তাহের, সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি ডা: এ. এ. এম. শিহাব উদ্দিন, হিন্দু মহাজোট সিলেট জেলা সাধারণ সম্পাদক রাকেশ রায়, হিন্দু ইয়ুথ সোসাইটি যুগ্ম আহবায়ক বিকাশ দত্ত, সদস্য সুমন দাস বিজয়, জকিগঞ্জ শাখার সদস্য শিতেন্দ্র দাস, ঋষিকেশ দাস, বাংলাদেশ ছাত্র যুব এক্য পরিষদ মহানগর শাখার সাংগঠনিক ও জাগো হিন্দু বাংলাদেশ সদস্য রকি দেব, এসডি সঞ্জয়, প্রবেশ সরকার, ছাত্র মহাজোট সিলেট আহবায়ক গৌতমবুদ্ধ পাল, গীতা শিক্ষা কমিটি সম্পাদক দিলীপ কুমার দাস, শারদাঞ্জলী ফোরাম সিলেট বিভাগের অর্থ সম্পাদক এইচ কে সৌরভ, সুজিত বিশ্বাস, পিযুষ বিশ্বাস, ননী গোপাল বিশ্বাস, কশ্যপ কল্যান পরিষদ ডা: হিরন মোহন বিশ্বাস, বাংলাদেশ হিন্দু ইয়ুথ সোসাইটি সদস্য নিকুঞ্জ বিহারী বিশ্বাস, অর্নিল দাস স্বপন, নয়ন দাস অভি, রাহুল কর, জাগো হিন্দু বাংলাদেশ সদস্য ডা: সুনির্মল বিশ্বাস, রাধা কান্ত বিশ্বাস, সুজন বিশ্বাস, মিন্টু দেবনাথ, অমূল্য রঞ্জন মজুমদার, রাতুল কর, বিক্রম বর্মন, টিটু রঞ্জন সরকার, স্বাজন দাস, মৃদুল কান্তি, স্বাজন দাস ২, বিশ্বজিৎ বিশ্বাস, রাজিব বিশ্বাস, প্রসেনজিৎ চক্রবর্তী, অনিক দাস, বিজিত দাস, সজীব রায়, রাজন হালদার, অসিত দে, রক্তিম রায়, শংকু রায়, শুভ রায়, রাজদ্বীপ সরকার রাজীব, পলাশ দেব, অপু দাস, সিপন ঘোষ, অন্তর চন্দ্র শীল, জয় দত্ত প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, ধর্মীয় উপাসনালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট।
শুক্রবার সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলার সভাপতি অ্যাডভোকেট মিলন ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুজিত দাশের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগরের সভাপতি অ্যাডভোকেট সুনিল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গঙ্গেঁশ চন্দ্র দাশ, জেলার সাধারণ সম্পাদক অদীন্দ্র দেব, সহ-সভাপতি দুলাল সরকার, নৃপেন্দ্র কুমার দাস, মহানগর শাখার সহ-সভাপতি লিটন রায়, জেলার সাংস্কৃতিক সম্পাদক বিমল চন্দ্র, সহ-সম্পাদক পান্না লাল ধর, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক শান্ত কুমার কর, সদস্য ধ্রুবজ্যোতি দে, মহাজোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিপংকর পাল রনী, ছাত্র মহাজোটের সভাপতি রুপন দে, সাধারণ সম্পাদক অনু দে, সরকারী কলেজ ছাত্র মহাজোটের আহবায়ক তনয় বণিক, সদস্য সচিব অচিন্ত পাল, সদস্য দিপ্ত পাল, রাহুল কর, নয়ন দাস, স্বপন দাস, বিক্রম আদিত্ব দাস, জাতীয় হিন্দু মহাজোট ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি অরুন কুমার দেব, সহ-সভাপতি রঙ্গেস দাস, সাধারণসম্পাদক অঞ্জন দে, অর্থ সম্পাদক শংকর সেন, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি নীল মনি ধর, সিনিয়র সহ-সভাপতি প্রসেনজিৎ দত্ত তপু, সাধারণ সম্পাদক প্রদীপ দেব, সাংগঠনিক সম্পাদক সাগর কৃঞ্চ দাস, অর্থ সম্পাদক সিবুল চন্দ্র দাস, সদস্য শ্রীমতি রিতা গুপ্ত প্রমূখ।
সভাপতি অ্যাডভোকেট মিলন ভট্টাচার্য বলেন, দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উপাসনালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সাথে জড়িত অপরাধিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা, নাসিরনগরের সংখ্যালঘুদের পুনর্বাসন করা, প্রাণী সম্পদ মন্ত্রীকে অবিলম্বে বহিস্কার, ওসি ও ইউএনওকে গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তির দাবী জানান। সরকার আন্তরিকতার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।