সহজ ও নিজস্ব ভিসা নীতি চান ব্রিটেনের ব্যবসায়ীরা : বাংলাদেশীরা সুযোগের অপেক্ষায়
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০১৬, ১০:৪৯ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ ব্রিটেনের শীর্ষ ব্যবসায়ীরা লন্ডনের জন্য নিজস্ব ভিসা নীতির দাবী তুলেছেন। তাদের মতামত হচ্ছে বেক্সিট পরবর্তীতে শ্রমিক সংকটে পড়বে লন্ডন। আর শ্রমিক সংকট দূর করতে শুধু লন্ডনের জন্য সহজ ভিসা নীতি চায় ব্যবসায়ীদের সংগঠনগুলি। ব্যবসায়ীদের মতে ৭ লাখ ৭০ হাজার ইইউ নাগরিক লন্ডনে বসবাস করেন, তাদের লন্ডন সিটিতে কাজের সুবিধার জন্য অবশ্যই ভিসার সুযোগ সুবিধা নিশ্চিতের ব্যবস্থা করা জরুরী। আর এমন সুযোগের অপেক্ষায় রয়েছেন ব্রিটেনে বাংলাদেশীরা। বিশেষ করে রেস্টুরেন্ট সেক্টরে লোকবলের অভাবে ব্যবসায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বাংলাদেশীসহ এশিয়ানরা।
এদিকে প্রধানমন্ত্রী থেরেসা মে ইইউ নাগরিকদের ফ্রি মুভম্যান্ট এর ব্যাপারে এখনো কোন রেড লাইন দেননি কিংবা পরিকল্পনা ঘোষণা করেননি অথচ পয়েন্ট বেইস মাইগ্রেশন সিস্টেম এর কথা উড়িয়ে দিয়েছেন অনেক আগেই। তবে ব্যবসায়ীরা বলছেন শুধু লন্ডনেই ইইউ এর ১৫% লোক কাজ করেন। এবং বছরে তারা ৭ বিলিয়ন ডাইরেক্ট ট্যাক্স দিয়ে থাকেন এবং বছরে তারা ২৬ বিলিয়ন ভিএটি দেন । আর তাই ব্যবসায়ীরা বলছে, ব্রেক্সিটের পরে তাদের চলে যাওয়া হবে লন্ডন সিটির ওয়ার্কফোর্সের জন্য খুবই কষ্টকর এবং ক্ষতিকর। কনস্ট্রাকশন এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে অধিকাংশ ইইউ ন্যাশনাল লন্ডনে কাজ করেন- এই দুই সেক্টরে মারাত্মক প্রভাব ফেলবে ব্রেক্সিট। সেজন্য চেম্বার সরকারের প্রতি আবেদন জানিয়েছে, ব্রেক্সিট উত্তর ইইউ ন্যাশনাল যাতে লন্ডন সিটিতে কাজের সুবিধার জন্য ভিসা ব্যবস্থা এবং ব্যাপকহারে ইউরোপীয় ইকোনোমিক এরিয়ার আদলে সুবিধা অব্যাহত বা চালু রাখার তাগিদ দিয়েছেন।
লন্ডন মেয়র সাদিক খান সিটি হল সারা বিশ্বের জন্য লন্ডন ওপেন ফর বিজনেস থিওরী নিয়ে নিজের মতামতও চেম্বারের সাথে একাত্ম হয়ে দিয়েছেন। গবেষণায় দেখা গেছে বেক্সিট কার্যকর হলে ২০২০ সালের মধ্যে লন্ডন ১৬০ হাজার ইমিগ্রেন্ট হারাবে।