জিন্দাবাজারে ব্যবসায়ীর খুনীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০১৬, ১০:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সবুজ বিপণী মার্কেটের ব্যবসায়ী আক্তার হোসেনের খুনীদের ফাঁসির দাবীতে দক্ষিণ সুরমাস্থ রায়বান এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
নিহতের বড় ভাই মন্তু মিয়ার সভাপতিত্বে ও হেলাল উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আফজালুর রহমান আরিফ, , সিরাজ মিয়া, মোক্তার আলী, মন্টু মিয়া, আব্দুর রহিম, আনু মিয়া, শাহ মো. সুমন আহমদ, শাহ মো. কবির, শাহ মো. সাকির, বোরহান উদ্দিন, শাহ মো. মনির আলী, শাহ মো. গেদা মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আসামীদের ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।