সিলেটে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০১৬, ১০:০৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর লাকি আক্তার নামের এক ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে।
জকিগঞ্জ সদর ইউনিয়নের সদস্য আজিজুর রহমান কালন জানান, আনোরাশী গ্রামের হেলাল আহমদের স্কুল পড়ুয়া মেয়ে লাকি আক্তার (১৪) শুক্রবার সকালে কীটনাশক পান করে।
পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে তার মৃত্যু হয়। পরিবারের লোকজন মৃত্যুর কোন কারণ জানতে পারেননি।