সিলেট সীমান্তে ভারতীয় মদসহ প্রাইভেটকার আটক
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০১৬, ১১:৩১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের জকিগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ প্রাইভেটকার আটক করেছে ৪১ বিজিবি। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়।
জানা যায়- বুধবার (০৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বিজিবি-৪১ ব্যাটালিয়নের লক্ষ্মীবাজার বিওপির হাবিলদার মো. তাজুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার অন্তর্গত লক্ষ্মীবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা
একটি প্রাইভেটকার তল্লাশী করে। তল্লাশীকালে প্রাইভেটকারের মধ্যে লুকানো অবস্থায় থেকে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করে। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গাড়ি ও মদ ফেলে দ্রুত পালিয়ে যায়।
অভিযানে উদ্ধারকৃত প্রাইভেটকারসহ মদের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ৮ লক্ষ ৪৫ হাজার টাকা।
মাদকদ্রব্য ব্যবহার, বিক্রি, পরিবহনসহ এ ধরণের যাবতীয় অপরাধও অপরাধীদের বিরুদ্ধে ৪১ বিজিবি’র এ ধরণের সাঁড়াশী অভিযান অব্যাহত থাকবে।
মাদকের কড়ালগ্রাস থেকে দেশ ও জাতি তথা দেশের যুবসমাজকে রক্ষায় একজন সচেতন নাগরিক হিসেবে এ সংক্রান্ত তথ্য দিয়ে ৪১ বিজিবিকে সার্বিক সহায়তা প্রদান করার জন্য সকলকে সবিনয় অনুরোধ জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।