লাশ হয়ে স্বপ্নের দেশে গেলেন সিলেট ছাত্রদল নেতা
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৬, ১০:২৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
স্বপ্নের দেশে জীবিত অবস্থায় যাওয়া হলো না সিলেট জেলা ছাত্রদল নেতা ও সদর উপজেলার লালারগাঁও গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী ইসমাঈল আলীর পুত্র কাওছার আহমদের। জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া হয়ে ইটালি যাওয়ার পথে সে বেশ কিছুদিন যাবৎ নিখোঁজ ছিলো। অবশেষে আজ বৃহস্পতিবার তার লাশ ইটালির একটি হাসপাতালে মিলেছে বলে জানান মদন মোহন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিহাব খান।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান- বেশ কিছুদিন যাবৎ তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিলো না। আজ ইটালির একটি হাসপাতালে কাওছারের লাশ মিলেছে। দেশে কাওছারের লাশ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
ধারণা করা হচ্ছে, দালাল চক্রের কবলে পড়ে কাওছারের এ পরিণতি হয়েছে।