সিলেট সীমান্ত থেকে ৯৬ বোতল মদ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে পরিত্যাক্ত অবস্থায় ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫)।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে বিজিবি-৫ ব্যাটালিয়নের জওয়ানরা বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির আওতাধীন বগাইয়া মুসলিমপাড়া এলাকা থেকে মদের চালানটি জব্দ করেন।
ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার রবিউল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যাক্ত অবস্থায় মদের চালানটি জব্দ করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দ করা মদের মূল্য এক লাখ ৪৪ হাজার টাকা বলে জানান তিনি।