সিলেট সফরে এসেই সতীর্থদের ভালোবাসায় সিক্ত নাহিদ
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৬, ১২:১৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
প্রেসিডিয়াম হয়ে সিলেট সফরে এসেই সতীর্থদের ভালোবাসায় সিক্ত হলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তাকে নিয়ে গতকাল সিলেটে শোডাউনও দিয়েছে আওয়ামী লীগ। আর এই শোডাউনে সিলেট আওয়ামী লীগের সব অংশের নেতারা ছিলেন ঐক্যবদ্ধ। প্রেসিডিয়াম সদস্য হওয়ার পর থেকে নুরুল ইসলাম নাহিদকে নিয়ে স্থানীয় আওয়ামী লীগের উৎসাহের কমতি ছিল না। এতোদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক হলেও স্থানীয় রাজনীতিতে তিনি কখনই প্রভাব বিস্তারের চেষ্টা চালাননি। বরং নিজেকে অনেকটা বিতর্ক মুক্ত রাখতে দলীয় কর্মকাণ্ডে সতর্ক ভূমিকায় ছিলেন। কেবলমাত্র নিজ নির্বাচনী এলাকা বিয়ানীবাজার নিয়েই ব্যস্ত থেকেছেন। পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার ইউনিয়ন, পৌর নির্বাচনে কখনই নিজ থেকে প্রভাব বিস্তারের চেষ্টা চালাননি। বরং সিলেট আওয়ামী লীগের নেতারাই গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে নির্বাচনী মাঠে প্রচারণায় ব্যস্ত ছিলেন। এবার নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তিনি হচ্ছেন দলের সিলেটের সিনিয়র নেতা। যদিও তার সঙ্গে সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও কার্য নির্বাহী কমিটির সদস্য হিসেবে তার সঙ্গে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান রয়েছেন। এরপরও নাহিদকে ঘিরে সিলেট আওয়ামী লীগের প্রত্যাশা অনেক। নেতারা আশা করছেন- সিলেটের আওয়ামী লীগের রাজনীতিতে আরো বেশি পরিচ্ছন্ন ও শিক্ষিত নেতার আগমন ঘটবে। আর সেটির মাধ্যমে সিলেটে আওয়ামী লীগ আরো প্রাণ ফিরে পারে। ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রেসিডিয়াম হওয়ার পর ঢাকায় তার মন্ত্রীপাড়ার বাসায় ছুটে গেছেন সিলেট আওয়ামী লীগের নেতারা। তারা মন্ত্রীকে ঢাকায়ই শুভেচ্ছা জানিয়েছেন। এরপর মন্ত্রণালয়ের কাজে মন্ত্রী ব্যস্ত থাকায় সিলেটে আসা হয়নি। গতকাল দুপুরে বিমানের ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। গত কয়েক দিন ধরে আওয়ামী লীগের ভেতরে ভেতরে নাহিদকে বরণের প্রস্তুতি নেয়া হচ্ছিল। প্রথমে বড় আয়োজনের চিন্তা-ভাবনা করা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন থাকায় সেটি আর করা হয়নি। তবে, বিপুলসংখ্যক তোরণ নির্মাণ করা হয়েছে সিলেটে। শিক্ষামন্ত্রীকে স্বাগত জানিয়ে বিমানবন্দর সড়ক, সিলেট গোলাপগঞ্জ সড়কে তোরণের সমাহার রয়েছে। হাজারো তোরণ নির্মাণের মধ্য দিয়ে তাকে সিলেটে অভ্যর্থনা জানানো হয়। নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তোরণ নির্মাণ করা হয়। গতকাল বেলা সোয়া ১টায় নুরুল ইসলাম নাহিদ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে তাকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর শিক্ষামন্ত্রীকে নিয়ে মোটর শোভাযাত্রার মাধ্যমে নিয়ে আসায় ওলিকুল শিরোমনি হযরত শাহ্জালাল (র.) দরগাহে। সেখানে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন, কার্য নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ স্থানীয় নেতাদের নিয়ে মাজার জিয়ারত করেন। পরে চলে আসেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। শিক্ষামন্ত্রীকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বরণ করে নেন হাজারো নেতাকর্মীরা। তাদের নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর শহীদ মিনারের পাশেই অস্থায়ী মঞ্চে দলীয় নেতাদের শুভেচ্ছা জানান। সংরক্ষিত এক সভায় সিলেটের নেতারা দলের সুখে-দুঃখে শিক্ষামন্ত্রীর পাশে থাকার আহ্বান জানান। বলেন, সিলেটে অনেক বছর নেতৃত্বের সংকট ছিল। আওয়ামী লীগের প্রেসিডিয়ামে সিলেটের কেউ ছিলেন না। এখন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সে স্বপ্ন পূরণ করেছেন। তার নেতৃত্বে সিলেটে দল আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা। নুরুল ইসলাম নাহিদও এ সময় দলীয় নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যখন তাকে যে কাজের দায়িত্ব দেবেন তিনি সেটি পালন করবেন। দায়িত্ব পালনে কখনও পিছপা হবেন না। তিনি বলেন, প্রধানমন্ত্রী এবার মন্ত্রণালয়ের পাশাপাশি দলের দায়িত্ব দিয়েছেন। মন্ত্রণালয়ের মতো দলের দায়িত্বও তিনি সুচারুরূপে পালনে অগ্রণী ভূমিকা পালন করবেন। শহীদ মিনারে সিলেট আওয়ামী লীগের নেতাদের মধ্যে মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক মহিলা এমপি সৈয়দা জেবুন্নেছা হক ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার আওয়ামী লীগের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে গতকাল বিকালে জেলা পরিষদ মিলনায়নে কর্মী সভার আয়োজন করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। কর্মী সভায়ও প্রধান অতিথির বক্তৃতা করেন শিক্ষামন্ত্রী ও নতুন প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রীর আগে একই ভাবে সিলেটের নেতাকর্মীরা সাংগঠনিকের দায়িত্ব পাওয়া অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও কার্য নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান একইভাবে বরণ করে নিয়েছেন সিলেটের নেতারা। তারা জানিয়েছেন, এবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও সিলেটে এলে তাকে একইভাবে অভ্যর্থনা জানানো হবে।