সিলেটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০১৬, ৯:৩৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পানিতে ডুবে মাহিয়া বেগম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহিয়া স্থানীয় আব্দুল হামিদের মেয়ে।
বুধবার (০৯ নভেম্বর) বিকেলে উপজেলার নন্দিরগাও ইউনিয়নের মিত্রিমহল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকেলে শিশুটিকে বাড়িতে না দেখতে পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের বাড়ির একটি পুকুরে শিশুটির মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি।