প্রেসিডিয়াম সদস্য হয়ে আজ প্রথম সিলেট সফরে আসছেন শিক্ষামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০১৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম সিলেট সফরে আসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ বুধবার (০৯ নভেম্বর) দুপুর দেড়টায় বিমানযোগে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছবেন।
শিক্ষামন্ত্রীর সফরসূচির মধ্যে রয়েছে- তিনি বিমান বন্দর থেকে সরাসরি হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন। পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে তিনি হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করতে যাবেন।
এছাড়া সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষ্যে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
আগামীকাল তিনি গোলাপগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দিবেন। বেলা ২ টায় তিনি বিয়ানী বাজারে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় যোগদিবেন। শুক্রবার বেলা ২টায় তিনি ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে সিলেট ত্যাগ করবেন।