পুলিশের গুলিতে সন্দেহভাজন ডাকাত নিহত
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০১৬, ১১:২৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জ পৌর এলাকায় পুলিশের গুলিতে সন্দেহভাজন এক ডাকাতের মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ২৬ বছর বলে জানালেও পুলিশ তার নাম বলতে পারেনি।
পৌরসভার মাছুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় এসময় আরও চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, সম্প্রতি হবিগঞ্জ শহরে ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় পুলিশি টহল জোরদার করা হয়।
“রাত ৩টার দিকে পুলিশ খোয়াই নদীর তীরে মাছুলিয়ার শীতলা বাবুর শ্মশানঘাট এলাকায় টহল দিচ্ছিল। সেখানে পুলিশের মুখোমুখি হলে ডাকাতরা হামলা চালায়। পুলিশ গুলি করলে এক ডাকাতের মৃত্যু হয়।”
ডাকাতদের হামলায় সদর মডেল থানার এসআই মিজানুর রহমান ও অরূপ কুমার চৌধুরী, কনস্টেবল ইয়াসিন ও কর্ণমনি আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান ওসি।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।