বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জে ছাত্রদলের র্যালী
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০১৬, ১২:০৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল র্যালী করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল। সোমবার দুপুর ১১টায় হবিগঞ্জ শহরের খোয়াইমুখ এলাকা থেকে মিছিলটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ইমদাদুল হক ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর পরিচালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ সভাপতি আরিফে রাব্বানী টিটু, মখরিছুর রহমান ফয়সল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম ও মহিবুর রহমান শাওন প্রমুখ।
সমাবেশে বক্তারা, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও হবিগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকলকে শরীক হওয়ার আহ্বান জানান।