মৌলভীবাজারে বখাটে কর্তৃক ছাত্রীর প্রবেশপত্র ছিড়ে ফেলার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০১৬, ১০:২৫ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে বখাটে কর্তৃক জেএসসি পরিক্ষার্থী এক ছাত্রীর প্রবেশপত্র ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। দুই সন্তানের জনক বখাটে মুজিব মিয়া (৩০) সিঙ্গুর এলাকার ফয়জুল হকের ছেলে এবং ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য ময়নুল হক সোনা মিয়ার ভাতিজা। বখাটে মুজিবকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে গতকাল বরমচাল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসী মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে।
জানা যায়, বরমচালের সিংগুর উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্রী ও জেএসসি পরিক্ষার্থী নির্ধারিত পরিক্ষা শেষে বাড়ি ফেরার পথে গতিরোধ করার চেষ্টা করে বখাটে মুজিব মিয়া। এসময় ছাত্রী তার কথা না শুনে চলে যেতে চাইলে বখাটে মুজিব ক্ষোভে ছাত্রীর হাতে থাকা প্রবেশ পত্র টান দিয়ে ছিড়ে ফেলে। এনিয়ে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষা প্রতিষ্ঠান গত সোমবার কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। ইউএনও তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য ঐ দিন রাতেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বখাটেকে গ্রেফতারের জন্য কুলাউড়া থানা পুলিশকে আবেদনটি প্রেরণ করেন।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষণ রায় জানান, ইউএনও স্যারের কাছ থেকে অভিযোগের কপি পেয়ে অভিযুক্ত বখাটেকে গ্রেফতারের জন্য রাতেই পুলিশ অভিযান করেছে এবং তা অব্যাহত আছে।
সিংগুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিহিত রঞ্জণ দেব জানান, অনতিবিলম্বে যদি আসামীকে গ্রেফতার করা না হয়, তবে শিক্ষক, ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচি গ্রহণ করবে।