বিদেশ পাঠানোর নামে প্রতারণা : নগরী থেকে আটক ১
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০১৬, ১০:১৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
প্রতারণার মাধ্যমে বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার দায়ে নগরীর কুয়ারপাড় এলাকা থেকে এক ভূয়া ট্রাভেল এজেন্টকে আটক করেছে র্যাব। সোমবার দুপুরে এক অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত হুমায়ুন কবীর (২৯) মৌলভীবাজারের বড়লেখার সালদিগা গ্রামের মো. আইয়ুবের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়, আটককৃত হুমায়ুন নিজেকে আমেরিকা প্রবাসী ও ডিসকোভারি চ্যানেলের গ্রাফিক্স ডিজাইনার বলে পরিচয় দিয়ে কানাডা পাঠানোর জন্য দুলাল সরকার নামের একজনের কাছ থেকে আট লাখ টাকার চুক্তি করে।
এছাড়া কানাডিয়ান ভিসার আবেদন বাবদ ৬০ ডলার পূবালী ব্যাংকের চেকের মাধ্যমে দেওয়ার জন্য বলে। দুলাল সরকারের পূবালী ব্যাংকে এ্যাকাউন্ট না থাকায় ইউসিবি ব্যাংকের চেক মারফত ৫,০৪০ টাকা প্রদান করেন।
সোমবার হুমায়ুন কবীর তার নিকট ভিসা ও বিমান ভাড়া বাবত অগ্রীম দুই লাখ টাকা দাবি করে তার সাথে ঢাকা যাওয়ার জন্য চাপ দিলে দুলাল সরকারের সন্দেহ হয়। তিনি র্যাবকে খবর দিলে র্যাবের একটি বিশেষ দল তাকে আটক করে।
আটককৃত আসামীকে এসএমপি’র কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।