ফেইসবুকে ধর্মীয় পোষ্ট : আরেকটি ট্রাজেডি থেকে রক্ষা পেল মৌলভীবাজারের কুলাউড়া
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০১৬, ১০:০১ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে হিন্দু নামীয় এক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর পোষ্ট করায় এলকায় ব্যাপক উত্তেজনা শুরু হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে নাসিরনগরের মতো যাতে আরেকটি অনাকঙ্খিত ঘটনা না গঠে সেজন্য ওই এলাকার হিন্দু বাড়ীসহ মন্দিরগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এঘটনায় কুটুক্তিকারী ওই ব্যাক্তিসহ ৩ জনকে জিঙ্গাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সোমবার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ইউনিয়নের সদপাশা গ্রামের অপু দেব নামের একটি ফেইসবুক আইডি থেকে সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফটোশপে এডিট করা পবিত্র কোরআন শরিফের ওপর কৃষ্ণের ছবি বাসানো একটি ছবি পোষ্ট করা হয়। ছবির ক্যাপশনে লেখা “কোন মুসলিম থাকলে কোন কিছু করিও, আমার নাম অপু, আমার বাড়ি সদপাশা”। ফেইসবুকে ছবিটি দেখার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৮টা থেকে স্থানীয়রা রবিরবাজারে জমায়েত হয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়। খবর পেয়ে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন, কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জুনাইদ আলম সরকার, কুলাউড়া থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএম, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফসহ সকলেই বিষয়টি খাতিয়ে দেখার এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। তবে অনাকঙ্খিত কোন ঘটনা যাতে না ঘটে এজন্য রবিরবাজার বাজারসহ ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষন রায় জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ফেইসুকে কুটুক্তিকারি অপু দেবসহ ৩ জনকে জিঙ্গাসাবাদের জন্য আটক করেছি। ফেইসবুক আইডিটি ফেইক না আসল তা খাতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বিষয়টি যেহেতু স্পর্শকাতর তাই নাসিরনগরের মতো যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।