উদ্বোধনের আগেই স্কুল ভবনে ফাটল
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০১৬, ৯:৩৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
নিম্নমানের মালামাল দিয়ে দায়সাড়া কাজ করায় ৮৫লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি বিদ্যালয় ভবনের দু’টি ক্লাস রুমেই বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। উদ্বোধনের আগেই দেয়ালের ফাটল নিয়ে জনমনে চরম অসন্তেুাষ ছড়িয়ে পড়েছে।
জানা যায়, ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের কাটালপুর গ্রামে প্রায় ৮৫লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’টি ক্লাস রুমের দেয়ালেই উদ্বোধনের আগে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। কাজ শেষ হতে না হতেই নির্মিত দু’টি রুমের ভেতরের দু’টি দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দেয়ায় নির্মিত ভবনের স্থায়িত্ব নিয়েও শংকায় পড়েছেন স্থানীয়রা।
এব্যাপারে ভূমিদাতা যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুছ, প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোহাম্মদ আলী মুজিব, ভূমিদাতা সদস্য আব্দুর রহিম, বিদ্যালয় কল্যাণ ট্রাস্টের সভাপতি নুর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, প্রচার সম্পাদক তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সদস্য কয়েছ, দিলাল, আবু বকর, কামাল হোসেনসহ এলাকাবাসী জানান, কটালপুর বিদ্যালয় বভনের ঠিকাদার কর্তৃক কাজের অবহেলায় ক্লাস দু’টি রুমের দেয়ালেই দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। এটি নির্মাণের ক্ষেত্রে নিম্নমানের মালামাল ব্যবহার করায় এই ফাটল দেখা দিয়েছে। এসব ফাটলগুলোতে তালি দিয়ে নিজেদের অপকর্ম আড়াল করার অপচেষ্টা করা হয়। কাটালপুর, হাইলকেয়ারী, ছাড়ালকোনাও সাউদপুর গ্রামের ছেলেমেয়েদের একমাত্র প্রাথািমক শিক্ষা ব্যবস্থা হচ্ছে এপ্রতিষ্টানটি।
এখানে প্রবাসি আব্দুল কুদ্দুছের অর্ধকোটি টাকা মূল্যের ৮৮শতক ভূমির উপর ভবনের নির্মান কাজ শুরু হয়ে ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করে উদ্বোধনের পর ২০১৭সালের জানুয়ারি থেকে ক্লাস শুরুর কথা ছিল। কিন্তু উদ্বোধনের আগেই দেয়ালে ফাটল দেখা দেয়ায় এর স্থায়িত্ব নিয়ে জনমনে সন্দেহ ও সংশয় দেখা দিয়েছে।
ভবন নির্মাণের তদারকিতের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারি প্রকৌশলী সুবল দাস (বদলি) জানান, অবশ্য এক্ষেত্রে ভবনের স্থায়িত্বের বিষয়টি ভাবার অবকাশ নেই। কারন মূল ভবনটি তৈরী করা হয় শক্ত ভিতের উপর। আর সে ভিতের উপরই বসানো হয় দেয়ালের ইটগুলো।