কুলাউড়ায় দেশীয় অস্ত্রসহ চার ডাকাত আটক
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০১৬, ৪:২৪ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ভাটেরা টু ফেঞ্চুগঞ্জ রোডে আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্যকে দেশীয় অস্ত্র সহ আটক করেছে পুলিশ।
সোমবার (০৭ নভেম্বর) রাতে ভাটেরা টু ফেঞ্চুগঞ্জ রোডের প্রাভেটকার ষ্ট্রান্ডের শ্রমিক অফিসের সামনে পাকা রাস্তা হইতে ডাকাতির প্রস্তুতিলে বিশেষ অভিযানে আটক করা হয়।
আটকৃতরা হল কুলাউড়ার নন্দনগরের হারিছ আলী ছেলে কামরুল আলী (২০), শরীফপুরের হারুন মিয়ার ছেলে হোসেন আহমেদ(১৮), দক্ষিন ইসলামাবাদের ইসরাইল খানের ছেলে আবেদ খান (১৮), বরমচালের জাহাঙ্গীর মিয়া ছেলে সাহেল মিয়া (২০)।
কুলাউড়া থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা জানান, আটক চার জন আন্ত: জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে বিপুল পরিমানের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।