ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশনের দায়িত্ব নিয়েছে পুলিশের বিশেষ শাখা
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০১৬, ১:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের দায়িত্ব নিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। ১০ নভেম্বর থেকে পুলিশের বিশেষ শাখা এই বিমানবন্দরের ইমেগ্রশন দেখভাল করবে।
বর্তমানে সিলেট মহানগর পুলিশ ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশনের দায়িত্বে রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) রহমতউল্লাহ এ খবর নিশ্চিত করে বলেন, সব আন্তর্জাতিক বিমানবন্দরেই এসবি ইমিগ্রেশনের দায়িত্বে রয়েছে। কিন্তু এসবির জনবল সঙ্কটের কারণে এতোদিন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) ওসমানীর ইমেগ্রশনের দায়িত্বে ছিলো। এসএমপির ৮০ সদস্যের একটি দল সেখানে সার্বক্ষনিক কর্তব্যরত আছেন। এসবির নির্দেশনায় তারা সেখানে কাজ করতেন। তবে ১০ নভেম্বর থেকে এসবি’র নিজস্ব লোকবল এই বিমানবন্দরের ইমিগ্রেশনের দায়িত্ব গ্রহণ করবে। যা ঢাকা থেকেই নিয়ন্ত্রণ করা হবে।