খাদিজা হত্যাচেষ্টা মামলার চার্জশিট দেওয়া হচ্ছে আজ
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০১৬, ১১:১২ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হচ্ছে আজ (মঙ্গলবার)। হত্যাচেষ্টার ৫ সপ্তাহের মাথায় আলোচিত এ মামলার অভিযোগপত্র দেওয়া হচ্ছে।
অভিযোগপত্রের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এএসপি (গণমাধ্যম) মোহাম্মদ রহমতউল্লাহ।
ফৌজদারি এই মামলায় পুলিশ অভিযোগপত্র দেওয়ার পর তা বিচারের জন্য প্রস্তুত হবে। অভিযোগ গঠনের পর বিচার শুরু হয়ে সাক্ষ্যগ্রহণের পর রায় হবে।
গত ৩ অক্টোবর এমসি কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে শাবি ছাত্র বদরুল আলম। বদরুল শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক।
খাদিজার উপর হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বদরুলের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি ওঠে সর্বত্র। দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদের মুখে সরকারের উচ্চ মহল থেকেও বদরুলের দ্রুত শাস্তি নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়।
খাদিজার উপর হামলার পরপরই বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন এমসি কলেজের শিক্ষার্থীরা। এরপর আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বদরুল।
হামলার পর খাদিজাকে উদ্ধার করে প্রথমে ওসমানী হাসপাতাল ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর ১৩ অক্টোবর খাদিজার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। খাদিজার অবস্থা এখন উন্নতির পথে।
সরকারের পক্ষ থেকে খাদিজার চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস দেওয়া হয়েছে।
হামলার পরদিন খাদিজার চাচা বাদী হয়ে নগরীর শাহপরান থানায় বদরুলকে একমাত্র আসামী করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।