সিলেটে মা মনি ক্লিনিকে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর, চিকিৎসক আটক
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০১৬, ১২:২৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর মা মনি ক্লিনিকে চিকিৎসা অবহেলায় এক শিশুমৃত্যুর অভিযোগ ওঠেছে। এমন অভিযোগে সোমবার রাতে শিশুর স্বজনরা বেসরকারি এই হাসপাতালটির সামনে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এসময় পুলিশ হাসপাতাল থেকে শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এমএ মতিনকে আটক করে নিয়ে আসে।
রোগীর স্বজন সূত্রে জানা যায়, পেটে ব্যাথা হওয়ায় সোমবার সকাল ৬টায় নগরীর কুমারপাড়ার মা মনি হাসপাতালে ভর্তি করা হয় শিশু ইরফান আহমদ (১) কে। ইরফান ছাতকে গোবিন্দগঞ্জের জাবেদ আহমদের পুত্র।
সোমবার সন্ধ্যার দিকে ইরফানের অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা। মা মনি হাসপাতালে আইসিইউ না থাকায় রোগীর স্বজনরা নগরীর আরেক বেসরকারী হাসপাতাল ওয়েসিস হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
ইরফানের চাচা সোহেল আহমদ অভিযোগ করেন, সকাল ৬টা থেকে ইরফান হাসপাতালে ভর্তি থাকলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বিশেষজ্ঞ চিকিৎসক তাকে দেখেননি। সেবিকা ও শিক্ষানবিশ চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন কেবল। যথাসময়ে চিকিৎসা না পাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, শিশু মৃত্যুর পর তার স্বজনরা মা মনি হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। এসময় তারা চিকিৎসকদের উপর চড়াও হন। পরে পুলিশ গিয়ে এক চিকিৎসককে আটক করে পরিস্থিতি শান্ত করে।
এ ব্যাপারে মা মনি হাসপাতালের ব্যবস্থাপক আলি নূর খান বলেন, আমরা রোগীকে ছারপত্র দেওয়ার পর অন্য হাসপাতালে তার মৃত্যু হয়েছে। চিকিৎসা অবহেলার অভিযোগও অস্বীকার করেন তিনি।
এ ব্যাপারে সিলেট কতোয়ালি থানার ওসি সুহেল আহমদ বলেন, রোগীর স্বজনদের বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য ডা. এম এ মতিনকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়নি।