আসছেন প্রধানমন্ত্রী : কাউন্সিলের পর সিলেটে রাজনৈতিক কার্যক্রম শুরু করছে আওয়ামীলীগ
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৬, ১১:৩৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
কাউন্সিলের পর পূণ্যভূমি সিলেট থেকে সক্রিয় রাজনৈতিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ। এ লক্ষ্যে আগামী ২৩ নভেম্বর বুধবার আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরে আসছেন। ঐদিন বিকেলে সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষন দেবেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী ঐদিন জালালাবাদ ক্যান্টনমেন্ট আয়োজিত অনুষ্ঠানেও অংশ নেবেন। আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ জানিয়েছেন, তৃণমূলে দলকে আরো শক্তিশালী করতেই সিলেট থেকে নতুন কমিটির শীর্ষ নেতৃবৃন্দের সাংগঠনিক সফর শুরু হচ্ছে। এ জন্যে প্রয়োজনীয প্রস্তুতি চলছে।
আওয়ামী লীগ দলীয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ নভেম্বর সিলেট সফরে আসছেন। ঐদিন সকালে পূর্ণভূমি সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করে জালালাবাদ ক্যান্টমেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন। এরপর বিকেলে সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এম.পি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। প্রধানমন্ত্রীর সিলেট সফর ও মাদ্রাসা মাঠের জনসভার কর্মসূচী নির্ধারণ হওয়ায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ৯ নভেম্বর বুধবারের পূর্ব নির্ধারিত সংবর্ধনা অনুষ্ঠানে বাতিল করা হয়েছে। দলের নতুন কমিটিতে প্রেসিডিয়াম সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের সম্মানে সিলেট রেজিস্টারী মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের কথা ছিল। সংবর্ধনা বাতিল করে এখন নেতৃবৃন্দ দলীয় প্রধানের জনসভা সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন। আওয়ামী লীগ সূত্র জানায়, গত মাসের ২২ ও ২৩ তারিখ উপমহাদেশের অন্যতম প্রাচীন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২০ তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে অষ্টম বারের মতো শেখ হানিসা সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের। ২০ তম কাউন্সিলে দলীয় প্রধান শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে আরো গতিশীল ও শক্তিশালী করতে তৃণমূল থেকে কাউন্সিলে যাওয়া নেতাদের নির্দেশ দেন। জাকজমক পূর্ণ এই কাউন্সিল এবং দলের নতুন কমিটি গঠনের পর সিলেট সফরের মধ্য দিয়ে কার্যত তৃণমূল পর্যায়ে রাজনৈতিক কার্যক্রম শুরু করছে আওয়ামী লীগ। অবশ্য আগামীকাল প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় গিয়ে নতুন কমিটির নেতাদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এরপর টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্য নির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বলে সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদ্রাসা মাঠের জনসভার মধ্য দিয়ে মূলত বৃহত্তর সিলেটে জাতীয় নির্বাচন পূর্ব প্রস্তুতি শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ। এ লক্ষ্যে বৃহত্তর সিলেটের সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঝেও আগ্রহের কমতি নেই। জনসভাকে জনসমুদ্রে রূপান্তর করতে ইতোমধ্যে নানা পরিকল্পনা নেয়া হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এ বিষয়ে বলেন, কাউন্সিলের পর সিলেট থেকেই আমাদের কার্যক্রম শুরু হবে। এজন্যে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আগামী ২৩ নভেম্বর সিলেট আসবেন। ঐদিন তিনি মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নেবেন। দলের সাধারণ সম্পাদসহ জাতীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সাথে আসবেন। এই জনসভা সিলেট তথা দেশের রাজনীতিতে প্রভাব ফেলবে। জনসভা সফল করতে দলের নেতাকর্মীসহ সিলেটবাসীর সহযোগিতা তিনি কামনা করেন।