সিলেটে ৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান বরখাস্ত
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৬, ১০:৩৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে ৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে এক চেয়ারম্যান বরখাস্ত। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আশরাফ আলী বাবুলকে প্রকল্পের ছয়লক্ষ টাকা আত্নসাতের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
গত ১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার উপ-সচিব মোঃ মাহাবুববুর স্বাক্ষরিত আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
উপসচিবের স্বাক্ষরিত আদেশে জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আশরাফ আলী বাবুল ২০১৪-১৫ অর্থ বছরে ওয়ান পার্সেট সম্পত্তি হস্তান্তর কর বাবত ছয় লক্ষ টাকার ৬টি প্রকল্পখাতে ব্যয় না করে নিজ ও ব্যক্তির নামে চেক প্রদান করে জালিয়াতির আশ্রয়পূর্বক ব্যাংক থেকে ছয়লক্ষ টাকা উত্তোলণ করে আত্নসাত করেন। ক্ষমতার অপ-ব্যবহারে দোষি প্রমানিত হওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আশরাফ আলী বাবুলকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ)আইন ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক সাময়িকভাবে বরখাস্ত করা হয়।