শ্রীমঙ্গলে সাতগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৬, ৯:৪৮ অপরাহ্ণ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছেন।
গত সোমবারে বিকেলে সাতগাঁও ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মিলন শীলের সভাপতিত্বে পরিষদের এক সভায় আলোচনা ক্রমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য লছমন কানু, দ্বিতীয় প্যালেন চেয়াম্যান নির্বাচিত হন ৩ নং ওয়ার্ডের পুরুষ সদস্য ঈশ্বর কালিন্দি লালবাবু ও তৃতীয় প্যালেন চেয়ারম্যান নির্বাচিত হন সংরক্ষিত মহিলা ৪,৫ ও ৬ ওয়ার্ডের মহিলা সদস্য প্রতিমা দাশ ।
এ সময় সভায় উপস্থিত ছিলেন সাতগাঁও ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য, সুভা কুর্মী, আশা রাণী চন্দ, বরুণ গোমেজ, মো. ইসরাইল মিয়া, প্রতিমা দাশ, ঈশ্বর কালিন্দী লাল বাবু, মানিক তংলা, রতন দাশ, লছমন কানু, খোকন বুনার্জী, অকিল তাঁতী ও স্বপন কুমার রায় ।