সিলেট জেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হবে মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৬, ৯:৪৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট জেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হবে মঙ্গলবার (০৮ নভেম্বর)।
এ দিন আনুষ্ঠানিকভাবে নগরীর আরামবাগস্থ আমান উল্লাহ কনভেনশন সেন্টারে সিলেটকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এন এম জিয়াউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার (৭ নভেম্বর) সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন এ তথ্য জানান। তিনি বলেন, ১৩টি উপজেলা নিয়ে সিলেট জেলা গঠিত। ইতোমধ্যে পর্যায়ক্রমে সিলেটের ১৩টি উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে সিলেটকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হবে।
বাল্যবিবাহ প্রতিরোধে ইতোমধ্যে সিলেট জেলার নিবন্ধক ব্যতীত যারা সচরাচর বিয়ে পড়িয়ে থাকেন (ইমাম, পুরোহিত) উপজেলা ভিত্তিক এরূপ ৫২০ জনের ডাটাবেজ তৈরি করে তাদের বাল্যবিবাহের কুফল ও সংশ্লিষ্ট আইন সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১৩ উপজেলার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সরকার প্রতিনিধি, বিবাহ নিবন্ধক সুশীল সমাজ, রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের উপস্থিতিতে বাল্যবিবাহের কুফল মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, প্রতিবন্ধী শিশুর জন্মের হার বাড়ার বিষয়গুলো প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়।
তিনি আরও বলেন, মানুষ সচেতন হলে বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব। এরপরও কোথাও বাল্যবিবাহ হতে থাকলে প্রশাসনকে খবর দিলে তাৎক্ষণিক অ্যাকশন নেওয়া হবে। শুধু তাই নয়, বাল্যবিবাহের খবর পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে যে বিয়ে পড়াবেন, তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম চৌধুরীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।