জকিগঞ্জে নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৬, ৯:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জস্থ ইছামতি গার্লস একাডেমির নৈশ প্রহরী ময়নুল হক মনুর (৫৮) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে স্কুলের একটি কক্ষের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মনু উপজেলার খলাডাপনিয়া গ্রামের মৃত তকদ্দস আলীর ছেলে। নিহত ময়নুল হকের স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে রয়েছে।
জানা গেছে, তিনি প্রচুর ঋণগ্রস্ত ছিলেন। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।