শ্রীমঙ্গলে পরীক্ষা হলে বৃষ্টির পানি জমে পরীক্ষায় বিঘ্ন
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৬, ৪:৫১ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আনোয়ারুল উলুম ফাদ্বিল ডিগ্রি মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে গত ৩ দিনের বৃষ্টিতে পানি জমে গিয়ে পরীক্ষার্থীদের হল রুমে প্রবেশে অসুবিধার সৃষ্টি হচ্ছে। পরীক্ষার্থীরা পায়জামা তুলে সেন্ডেল হাতে নিয়ে মাদ্রাসায় প্রবেশ করতে দেখা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায় মাদ্রাসার ক্লাসরুমে পানি ঢুকে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে বিঘ্ন ঘটতে পারে। পরীক্ষার্থীরা জানায় হাটু সমান পানি জমেছে পায়জামা তুলে জুতা হাতে নিয়ে আসতে হয়েছে। মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র কোড নং ৭১৩ । এই কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪৪ জন। মাদ্রাসার প্রিন্সিপাল জানান মাদ্রাসার আসে পাশে ড্রেইন ব্যাবস্থা না থাকার কারনে সামান্য বৃষ্টি হলেই মাদ্রাসায় পানি জমে। ক্লাস রুমে পানি ঢুকে গিয়ে ক্লাসের অসুবিধার সৃষ্টি হয়। প্রতি বছরই আমাদের এই মাদ্রাসায় বর্ষা মৌসুমে পানি জমে থাকে। মাদ্রাসার ভেতরে মাটি ভড়াট এবং দ্বিতলা ভবন হলে হয়তো এমন অবস্থা আর থাকবেনা। সে জন্য তিনি কর্তৃপক্ষের নিকট দাবি জানান। এদিকে মাদ্রাসার এই অবস্থার খবর পেয়ে শ্রীমঙ্গল ৩ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় পরিদর্শনে আসেন।