খাদিজার বাম হাত ও মাথায় সফল অস্ত্রোপচার
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৬, ৪:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের বাম হাতে ও মাথার ডান পাশে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার (০৭ নভেম্বর) বেলা ২টা ২০ মিনিটে অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে তার অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
খাদিজার বাবা মাসুম মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন অস্ত্রোপচার সফল হয়েছে।
এর আগে ৪ অক্টোবর খাদিজার মাথায় প্রথম অস্ত্রোপচার করা হয়। ১৭ অক্টোবর তার ডান হাতে অস্ত্রোপচার হয়।
উল্লেখ্য, গত ৩রা অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা বদরুল আলমের হামলায় গুরুতর আহত হন খাদিজা আক্তার নার্গিস। বদরুলের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে খাদিজার মাথার খুলি ভেদ করে মস্তিষ্ক জখম হয়। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই স্কয়ার হাসপাতালে খাদিজার মাথায় অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এ ধরনের রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা শতকরা ৫ ভাগ। কিন্তু চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় ক্রমেই উন্নতি হচ্ছে খাদিজার। তার অবস্থার উন্নতি হওয়ায় ১৩ই অক্টোবর লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। এরপর আঘাতে ‘মাসল চেইন’ কেটে যাওয়া তার ডান হাতে অস্ত্রোপচার করা হয় ১৭ই অক্টোবর। এ ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে সিলেট শাহপরাণ থানায় বদরুল আলমকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা বদরুল ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।