সিলেট আসছেন প্রধানমন্ত্রী, ৯ তারিখের জনসভা বাতিল
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০১৬, ২:২৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
আগামী ২৩ নভেম্বর সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন জালালাবাদ সেনানিবাসের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
এদিকে, পূর্বঘোষিত আগামী ৯ নভেম্বরের আওয়ামী লীগের জনসভা বাতিল করা হয়েছে। যেখানে প্রধান অতিথি হিসেবে দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকার কথা ছিল।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রধানমন্ত্রী ২৩ নভেম্বর সিলেট আসছেন। তাই ওইদিন আমরা জনসভার আয়োজন করবো। যেখানে তিনি বক্তব্য রাখবেন। এজন্য ৯ তারিখের জনসভা বাতিল করা হয়েছে।’