সিলেটে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০১৬, ৯:২৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের গোলাপগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করেছেন বিক্ষোব্ধ জনতা। এর ফলে শ্রীরামপুর থেকে বিয়ানীবাজার পর্যন্ত দীর্ঘ ৪৫ কিমি এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টা থেকে উপজেলার কায়েস্থগ্রাম নাশাগঞ্জ এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রেখেছেন তারা
গত তিনদিন ধরে ওই এলাকায় বিদ্যুৎ না থাকায় তারা সংশ্লিষ্ট ডিজিএম এবং স্থানীয় পল্লীবিদুৎ সমিতির পরিচালকের অব্যাহতির দাবি জানিয়ে আন্দোলন করছেন স্থানীয়রা।
তাদের মধ্যে অনেকে অভিযোগ করে জানান, পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় পরিচালক আব্দুল আহাদের গাফিলতিতে এলাকাবাসীদের প্রায়ই এরকম সমস্যায় পড়তে হয়।
খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সমাধানের আশ্বাস দিলে রাত নয়টার দিকে তারা অবরোধ তুলে নেন।