মৌলভীবাজারে সমবায় দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০১৬, ৪:৪৩ অপরাহ্ণ
তোফায়েল আহমেদ পাপ্পু, মৌলভীবাজার থেকে:
সমবায় দর্শন টেকসই উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে ৪৫ তম জাতীয় সমবায় দিবস ২০১৬ পালিত হয়েছে।
শনিবার (০৫ নভেম্বর ) সকাল ১১ টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক অজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নেছার আহমদ, চেম্বার অব কমার্স সভাপতি কামাল হোসেন প্রমুখ।