পরিবারের সদস্যদের সাথে নিয়েই দিন কাটছে খাদিজার
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০১৬, ১২:০০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিস পরিবারের সদস্যদের সাথে দিন কাটাচ্ছেন। গত ২৬ অক্টোবর রাত ১১টায় ‘হাই ডিপেনডেন্সি ইউনিট’ থেকে কেবিনে নেয়া হয় তাকে। এর পর থেকেই তিনি পরিবারের সদস্যদের সাথে দিন কাটাচ্ছেন। শুক্রবার রাতে এমনটাই জানিয়েছেন খাদিজার বাবা মাসুক মিয়া।
তিনি জানান, খাদিজার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠছে। গত ২৬ তারিখ দিবাগত রাত ১১টা থেকে খাদিজার পাশে পরিবারের সদস্যরা রয়েছেন। কখনো খাদিজার মা, কখনো ফুফু, আবার চাচা, কখনো চাচাতো বোন তার পাশে থাকছে। এছাড়াও খাদিজার বাবা তো নিয়মিতই হাসপাতালে রয়েছেন।
সৌদি প্রবাসী মাসুক মিয়া জানান, ডাক্তারের পরামর্শ ক্রমে তারা খাদিজাকে পানি, বিভিন্ন রকমের জুস ও নরম খাবার খাওয়াচ্ছেন। এতে কোন সমস্যা হচ্ছে না। এছাড়াও প্রতিদিন তাকে নিয়ে হুইল চেয়ারে বসিয়ে ঘুরানো হয়।
তিনি আরো জানান, খাদিজা এখন পরিবারের সদস্যদের চিনতে পারছে। তবে স্পষ্টভাবে কথা বলতে সমস্যা হচ্ছে তার। তবে পরিবারের সদস্যরা সাথে থাকলে খাদিজার স্মৃতি শক্তি ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সে এমসি কলেজ ক্যাম্পাসে বখাটে বদরুল আলমের চাপাতির আঘাতে গুরুতর আহত হয় খাদিজা। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থেকে ওই দিন রাতেই তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। ৪ অক্টোবর বিকালে স্কয়ার হাসপাতালে তার দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে রাখা হয় লাইফ সার্পোট। এক পর্যাযে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। এখন পর্যন্ত তিনি লাইফ সাপোর্ট ছাড়াই রয়েছেন।