সিলেট আসছেন ওবায়দুল কাদেরসহ ৩ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৬, ১১:২৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
৯ নভেম্বর আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট আসছেন মন্ত্রীপরিষদের ৩ গুরুত্বপূর্ণ মন্ত্রী। বুধবার দুপুর ২টায় সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রারি মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কেন্দ্রীয় আওয়ামী লীগে স্থান পাওয়া নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হবেন তাঁরা।
মন্ত্রীরা হলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও সভাপতিমন্ডলীর সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এক সাথে সরকারের প্রভাবশালী ৩ মন্ত্রীর আগমণকে কেন্দ্র করে সিলেটে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেনও উপস্থিত হবেন।