ছাতকে দু’দিনে ৩জনের অস্বাভাবিক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৬, ১১:৩২ অপরাহ্ণ
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা:
সুনামগঞ্জের ছাতকে দু’দিনের ব্যবধানে ৩জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে গলায় ফাঁস দিয়ে অষ্টাদশী যুবক-যুবতিসহ সড়ক দূর্ঘটনায় ১২বছরের এক বালক মৃত্যু করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১নভেম্বর রাতে কালারুকা ইউপির খাইরগাঁও গ্রামেরআফরোজ আলীর মেয়ে শিউলী বেগম (১৮) গোয়াল ঘরের পেছনের একটি আমগাছের সাথে গলার ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। ২নভেম্বর সকাল ১০টায় দোলারবাজার ইউপির আলমপুর গ্রামের আবদুল মছব্বিরের পুত্র বুরহান উদ্দিন (১৮) নিজ বসত ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অপর ঘটনাটি ঘটেছে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ-পূর্বসুহিতপুর এলাকায়। উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির গোয়াশপুর গ্রামের ইদ্রিছ আলীর পুত্র মাছুম আহমদ (১২) নিজ বসত বাড়ি থেকে মাকে সাথে নিয়ে গোবিন্দগঞ্জ আসার পথে মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় গোবিন্দগঞ্জে মাকে নিয়ে ভিক্ষে করতে আসছিল। বুধবার ময়না তদন্ত শেষে তাদের পারিবারিক কবরস্থানে ৩টি লাশেরই দাফন সম্পন্ন হয়। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। এব্যাপারে থানায় পৃথক ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে দু’টি আত্মহত্যার কারণ জানা যায়নি।