কানাইঘাটে লেগুনা চাপায় শিশু নিহত
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৬, ১১:১০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের কানাইঘাটে লেগুনা চাপায় শারমিন বেগম (৩) নামের এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বড় চতুল ইউনিয়নের কুড়ারপাড় গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারমিন কুড়ারপাড় গ্রামের ফখরুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, বড় চতুল বাজারে যাওয়ার পথে পেছন থেকে একটি লেগুনা শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।