কিবরিয়া হত্যা মামলায় ৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৬, ৬:১০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরো ৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসানের আদালতে ওই তিন জন সাক্ষ্য দেন।
আদালতের পিপি এডভোকেট কিশোর কুমার কর জানান, আজ আদালতে ফরিদ মিয়া, জাবেদ আলী ও সিরাজ আলী নামের তিন ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে আলোচিত এ মামলায় ৩৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো।
তিনি জানান, কিবরিয়া হত্যা মামলায় ১৭১ জনের সাক্ষ্যগ্রহণ করার কথা রয়েছে। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর।
এদিকে আজ আদালতে সাক্ষ্যগ্রহণকালে ১৪ আসামির ১৩ জন উপস্থিত ছিলেন। তবে অসুস্থতার কারণে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আদালতে হাজির হতে পারেননি।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় এএসএস কিবরিয়াসহ পাঁচ জন নিহত হন। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।