মৌলভীবাজারে যাত্রার নামে নগ্ন নারীদের উদ্দাম নৃত্য ও জুয়ার আসর
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৬, ৫:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার দুটি স্থানে কালীপূজা উপলক্ষে অশ্লীল যাত্রা ও জমজমাট জুয়ার আসর বসেছে। প্রশাসনের যোগসাজশে এই অসামাজিক কাজ চলছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, কালীপূজা উপলক্ষে স্থানীয় কিছু লোক উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগান ও রত্না চা বাগানে যাত্রা গানের আয়োজন করে। শনিবার রাত থেকে কুচাই ও রোববার রাত থেকে রত্না বাগানে গান শুরু হয়। সে সঙ্গে বসে জমজমাট জুয়ার আসর। যাত্রার নামে নগ্ন নারীদের উদ্দাম নৃত্যের পাশাপাশি মদ-গাঁজার অবাধ ছড়াছড়ি এবং উন্মুক্ত জুয়ার আসরে হুমড়ি খেয়ে পড়ছে যুব সমাজ। এমনকি শিশুরাও এ থেকে বাদ যায়নি। পতিতাদের আনাগোনা তো আছেই। প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এ অসামাজিক কর্ম। স্থানীয়রা ছাড়াও গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা, কুলাউড়া, রাজনগর, মৌলভীবাজারসহ বিভিন্ন স্থান থেকে গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে লোকজন এই আসরে শরীক হচ্ছেন। মঙ্গলবার ভোরে জুয়া খেলে একটি সিএনজি গাড়ি রিজার্ভ নিয়ে মৌলভীবাজার যাওয়ার পথে সকাল ৯টায় রাজনগরের চাটুরা নামক স্থানে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক জুড়ীর শাহিন ও অপর দুই জুয়াড়ি ঘটনাস্থলে মারা যায়। মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন প্রান্তের মানুষ অশ্লীল যাত্রা দেখতে ও জুয়া খেলতে জুড়ীতে আসছে অথচ স্থানীয় প্রশাসন জেনেও না জানার ভান করায় স্থানীয় সমাজ সচেতন লোকজন তাদের দিকে অভিযোগে জানাচ্ছেন। এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, ‘এরকম কথা শুনেছি। তবে তা বন্ধের ব্যবস্থা নেয়া হবে।’