ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০১৬, ১০:০৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার অলিপুরের কাছে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে মোহাম্মদ আলী (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (২ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী উপজেলার লৌহাদ গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।
দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে।