জকিগঞ্জে গর্ভবতী গরুর মাংস বিক্রি: মাংস বিক্রিতাকে ২ মাসের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০১৬, ৮:৫৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
জকিগঞ্জে গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে এক মাংস বিক্রেতাকে দ্ইু মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মো. মোবাশশেরুল ইসলাম। বুধবার জকিগঞ্জ পৌর শহরের কলম মিয়ার মাংসের দোকানে গর্ভবতী গরুর মাংস বিক্রিকালে মুকুল আহমদ নামের ওই মাংস বিক্রেতাকে জকিগঞ্জ পৌর কর্তৃপক্ষ আটক করে। দণ্ডপ্রাপ্ত মাংস বিক্রেতা পৌর এলাকার মাইজকান্দি গ্রামের মৃত সোনাহর আলীর ছেলে মুকুল আহমদ।
পৌরসভার প্রধান সহকারী মনিরুজ্জামান জানান, গর্ভবতী একটি গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ পেয়ে পৌর কর্তৃপক্ষ মুকুলকে আটক করে। পরে মুকুলের দেয়া তথ্যে কাউন্সিলর কামরুজ্জামান কমরু ও রিপন আহমদের নেতৃত্বে লোকজন গরু জবাইখানার পানির টাঙ্কি থেকে গাভীর মরা বাচ্চা উদ্ধার করেন। এ ঘটনায় পৌর কর্তৃপক্ষ মুকুলকে নিয়ে জকিগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। এ সময় উৎসুক জনতা মুকুলের শাস্তি দাবি করেন। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।
কিছুদিন আগে মুকুল আহমদের ‘ভাই ভাই মাংসের দোকান’ থেকে মরা গরুর মাংস উদ্ধার করা হয়েছিল বলেও জানিয়েছেন মনিরুজ্জামান।