সিলেট আসছেন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০১৬, ১২:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট আসছেন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ কতৃক কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যোগ দিবেন।
আগামী ৯ নভেম্বর সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রারি মাঠে বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম জাতীয় সম্মেলন থেকে গঠিত নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগ থেকে স্থান পাওয়া নেতাদের সংবর্ধনা দেওয়া হবে।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।