ছাতকে দুই মন্দিরে হামলার ঘটনায় এক সংবাদকর্মী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০১৬, ১১:৫১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের ছাতকে দুই মন্দিরে হামলার ঘটনায় স্থানীয় এক সংবাদকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সাকির আমিন নামের ওই সংবাদকর্মীকে গ্রেপ্তার করা হয়। তিনি দৈনিক আমাদের সময়-এর ছাতক প্রতিনিধি হিসেবে কাজ করেন বলে জানা গেছে।
ছাতক থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, মন্দিরে হামলায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ছাতক শহরের পৌর পয়েন্ট থেকে সাকির আমিনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ছাতকের মন্দির দুটি পরিদর্শন করেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথেও কথা বলেন। এরআগে মন্দিরে হামলার ঘটনায় সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমানকে আহবায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৫ সদস্যের কমিটিকে ৩দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
এই কমিটির অন্য সদস্যরা হলেন- ছাতক থানার ওসি আশেক সুজা মামুনকে সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় ছাতকের মন্ডলীভোগস্থ কালীবাড়ী ও শ্রীগৌরাঙ্গ মহাপ্রভূর আখড়ায়ও ইটপাটকেল নিক্ষেপ করে দুবৃত্তরা।