ওসমানী হাসপাতালে পড়ে আছে চার লাশ, মিলছে না স্বজনদের খোঁজ
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৬, ৮:৫৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পড়ে আছে চার ব্যক্তির লাশ। কিন্তু লাশ নেয়ার জন্য মিলছে না কোনোও স্বজনকে। ওসমানী হাসপাতাল সিলেট কোতোয়ালী থানার অধীনে রয়েছে। পুলিশ লাশের পরিচয় ও স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছে।
পুলিশ জানায়, গত ১১ অক্টোবর দিবাগত রাত ১১টার দিকে আরতী চন্দ্র (২৬) নামের অন্তঃস্বত্তা এক মহিলাকে কে বা কারা এনে ওসমানী হাসপাতালে ভর্তি করে। ওই দিন রাতেই তিনি এক মৃত কন্যা সন্তানের জন্ম দেন। ১৪ অক্টোবর মারা যান আরতীও। কিন্তু তার ও সন্তানের লাশ নেয়ার জন্য আসেনি কেউ।
গত ২০ অক্টোবর ৭০ বছর বয়সী এক বৃদ্ধ এসে হাসপাতালে ভর্তি হন। ২২ অক্টোবর তিনি মারা যান। এরপর থেকে তার লাশ হাসপাতালের মর্গে পড়ে আছে।
গত ২৯ অক্টোবর মুসা মিয়া (৭০) নামের আরেক বৃদ্ধ হাসপাতালে ভর্তি হন। পরদিন তিনি মারা যান। কিন্তু এখনো তার লাশ নিতে আসেনি কোনোও স্বজন।
সিলেট কোতোয়ালী থানা পুলিশের সদস্য দেলোয়ার হোসেন জানান, প্রত্যেকটি লাশের ব্যাপারে থানায় জিডি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ লাশের স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছে।