জেএসসির প্রথম দিনে সিলেটে অনুপস্থিত আড়াই হাজারেরও বেশি পরীক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৬, ৮:২৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
দেশজুড়ে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। মঙ্গলবার প্রথমদিনের পরীক্ষা সিলেটে শান্তিপূর্ণভাবে শেষ হয়। ১০টা থেকে সিলেট বিভাগের ১২৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় সিলেটে অনুপস্থিত ছিলো ২হাজার ৬শ’৫০ জন শিক্ষার্থী। তবে কোন বহিস্কারের ঘটনা ঘটেনি।
সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বোর্ডের অধীনে ১লাখ ৩২হাজার ৯শ’ ৬৯ জন পরিক্ষার্থীর মধ্যে বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষার্থীর ১লাখ ২৭ হাজার ৮৮০ জন। এদের মধ্যে উপস্থিত ছিলেন ১ লাখ ২৫ হাজার ২৩০ জন।
এবার সিলেট বোর্ডের অধিনে ১হাজার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৩২ হাজার ৯শ’৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। যা গত বছরের তুলনায় ৩ হাজার ৯শ’ ৭০ জন বেশি। ২০১৫ সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৮ হাজার ৯শ’ ৯৯ জন।
আর জেলাওয়ারী পরীক্ষার্থীর মধ্যে সিলেটে ৪৮ হাজার ৪৫৪ জন, হবিগঞ্জে ২৬ হাজার ৪০৫ জন, মৌলভীবাজারে ২৯ হাজার ৫৩০ জন এবং সুনামগঞ্জে ২৮ হাজার ৫৮০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।